শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক আজকের সংবাদ পত্রিকার সংবাদ পড়তে এখন থেকে আমাদের নতুন ওয়েবসাইট www.dailyajkersangbad.com ভিজিট করুন। টাংগাইল বন বিভাগের দোখলা সদর বন বীটে সুফল প্রকল্পে হরিলুট আগ্রাবাদ ফরেস্ট কলোনী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মোজাম্মেল হক শাহ চৌধুরী ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন এর নির্মানাধীন অফিসের চলমান কাজ পরিদর্শন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে: শেখ সেলিম সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল ইকোট্যুরিজম কেন্দ্র চলছে সীমাহীন অনিয়ম এলজিইডির কুমিল্লা জেলা প্রকল্পের পিডি শরীফ হোসেনের অনিয়ম যুবলীগে পদ পেতে উপঢৌকন দিতে হবে না: পরশ নির্বাচন যুদ্ধক্ষেত্র নয়, পেশি শক্তির মানসিকতা পরিহার করতে হবে: সিইসি

আইপিএলে কাকে কত দামে কিনলো কোন দল

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৪৬ পাঠক পড়েছে

আইপিএলের মেগা নিলাম শেষ হলো রোববার। অনেকেই এই নিলাম শেষে চওড়া হাসি হেসেছেন, অনেকেই আবার পুড়েছেন না পাওয়ার যন্ত্রণায়। ‘আনপ্রেডিক্টেবল’ এই মঞ্চে তারকা ক্রিকেটাররা কে কত টাকায় কোন দল পেলেন, আসুন এক নজরে দেখে নেওয়া যাক…

* ইশান কিশানকে মুম্বাই ইন্ডিয়ান্স কিনেছে ১৫ কোটি ২৫ লাখ রুপিতে।
* দিপক চাহার চেন্নাই সুপার কিংসে গেছেন ১৪ কোটিতে।
* শ্রেয়াস আয়ার কলকাতা নাইডার্সে ১২ কোটি ২৫ লাখে।
* শার্দুল ঠাকুর দিল্লি ক্যাপিটালসে ১০ কোটি ৭৫ লাখে।
* হর্ষল প্যাটেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে ১০ কোটি ৭৫ লাখে।
* লুকি ফার্গুসন গুজরাট টাইটান্সে ১০ কোটিতে।
* কাগিসো রাবাদা পাঞ্জাব কিংসে ৯ কোটি ২৫ লাখে।

* ক্রুনাল পান্ডিয়াকে লক্ষ্মৌ সুপার জায়ান্টস কিনেছে ৮ কোটি ২৫ লাখ রুপিতে।
* শিখর ধাওয়ান পাঞ্জাব কিংসে গেছেন ৮ কোটি ২৫ লাখ রুপিতে।
* ট্রেন্ট বোল্ট রাজস্থান রয়্যালসে ৮ কোটিতে।
* জোফরা আর্চার মুম্বাই ইন্ডিয়ান্সে ৮ কোটিতে।

* জশ হ্যাজলেউডকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কিনেছে ৭ কোটি ৭৫ লাখ রুপিতে।
* দেবদূত পাডিক্কেল রাজস্থান রয়্যালসে ৭ কোটি ৭৫ লাখ রুপিতে।
* মার্ক উডকে লক্ষ্মৌ সুপার জায়ান্টস ৭ কোটি ৫০ লাখে।
* প্যাট কামিন্স কলকাতা নাইডার্সে ৭ কোটি ২৫ লাখে।
* ফ্যাফ ডু প্লেসি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে ৭ কোটিতে।

* আম্বাতি রাইডুকে চেন্নাই সুপার কিংস কিনেছে ৬ কোটি ৭৫ লাখ রুপিতে।
* কুইন্টন ডি কক লক্ষ্মৌ সুপার জায়ান্টসে ৬ কোটি ৭৫ লাখে।
* ইয়ুজবেন্দ্র চাহাল রাজস্থান রয়্যালসে ৬ কোটি ৫০ লাখে।
* মিচেল মার্শ দিল্লি ক্যাপিটালসে ৬ কোটি ৫০ লাখে।
* ডেভিড ওয়ার্নার দিল্লি ক্যাপিটালসে ৬ কোটি ২৫ লাখে।
* মোহাম্মদ শামি গুজরাট টাইটান্সে ৬ কোটি ২৫ লাখে।

* দিনেশ কার্তিক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে ৫ কোটি ৫ লাখে।
* রবিচন্দ্রন অশ্বিন রাজস্থান রয়্যালসে ৫ কোটিতে।
* ডোয়াইন ব্রাভো চেন্নাই সুপার কিংসে ৪ কোটি ৪০ লাখে।
* ভুবনেশ্বর কুমার সানরাইজার্স হায়দরাবাদে ৪ কোটি ২০ লাখে।
* ক্রিস জর্ডান চেন্নাই সুপার কিংসে ৩ কোটি ৬০ লাখে।
* ম্যাথু ওয়েড গুজরাট টাইটানসে ২ কোটি ৪০ লাখে।

* নাথান কল্টার-নাইল রাজস্থান রয়্যালসে ২ কোটিতে।
* উমেশ যাদব কলকাতা নাইট রাইডার্সে ২ কোটিতে।
* ডেভিড উইলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে ২ কোটিতে।
* নাথান কল্টার-নাইল রাজস্থান রয়্যালসে ২ কোটিতে।
* এভিন লুইস লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে ২ কোটিতে।
* স্যাম বিলিংস কলকাতা নাইডার্সে ২ কোটিতে।
* জেসন রয় গুজরাট টাইটান্সে ২ কোটিতে।
* রবিন উথাপ্পা চেন্নাই সুপার কিংসে ২ কোটিতে।

ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপি
* নিকোলাস পুরানকে সানরাইজার্স হায়দরাবাদ কিনেছে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে।
* ওয়াশিংটন সুন্দর সানরাইজার্স হায়দরাবাদে ৮ কোটি ৭৫ লাখে।
* জেসন হোল্ডার লক্ষ্মৌ সুপার জায়ান্টসে ৮ কোটি ৭৫ লাখে।
* সিমরন হেটমায়ার রাজস্থান রয়্যালসে ৮ কোটি ৫০ লাখে।
* জনি বেয়ারস্টো পাঞ্জাব কিংসে ৬ কোটি ৭৫ লাখে।

* অ্যাডাম মিলনে চেন্নাই সুপার কিংসে ১ কোটি ৯০ লাখ রুপিতে।
*জিমি নিশামকে রাজস্থান রয়্যালস কিনেছে ১ কোটি ৫০ লাখে।
* টিম সাউদি কলকাতা নাইট রাইডার্সে ১ কোটি ৫০ লাখে।
* গ্লেন ফিলিপস সানরাইজার্স হায়দরাবাদ কিনেছে ১ কোটি ৫০ লাখে।
* অ্যালেক্স হেলস কলকাতা নাইট রাইডার্সে ১ কোটি ৫০ লাখে।

ভিত্তিমূল্য ১ কোটি রুপি
* লিয়াম লিভিংস্টোনকে পাঞ্জাব কিংস কিনেছে ১১ কোটি ৫০ লাখ রুপিতে।
*ওয়ানিন্দু হাসারাঙ্গা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে।
* প্রসিধ কৃষ্ণা রাজস্থান রয়্যালসে ১০ কোটিতে।
* নীতিশ রানা কলকাতা নাইট রাইডার্সে ৮ কোটিতে।
* ওডিয়ান স্মিথ পাঞ্জাব কিংসে ৬ কোটিতে।

* মনিশ পান্ডে লক্ষ্মৌ সুপার জায়ান্টসে ৪ কোটি ৬০ লাখে।
* টি নজরাজন সানরাইজার্স হায়দরাবাদে ৪ কোটিতে।
* ডেভিড মিলার গুজরাট টাইটান্সে ৩ কোটিতে।
* এইডেন মার্করাম সানরাইজার্স হায়দরাবাদে ২ কোটি ৬০ লাখে।
* ড্যানিয়েল স্যামস মুম্বাই ইন্ডিয়ান্সে ২ কোটি ৬০ লাখে।
* কুলদ্বীপ যাদবকে দিল্লি ক্যাপিটালস ২ কোটিতে।

* মিচেল স্যান্টনার চেন্নাই সুপার কিংসে ১ কোটি ৯০ লাখে।
* ঋদ্ধিমান সাহা গুজরাট টাইটান্সে ১ কোটি ৯০ লাখে।
*টাইমল মিলস মুম্বাই ইন্ডিয়ান্সে ১ কোটি ৫০ লাখে।
* রসি ভ্যান ডার ডাসেনকে রাজস্থান রয়্যালস কিনেছে ১ কোটি রুপিতে।
* মোহাম্মদ নবি কলকাতা নাইট রাইডার্সে ১ কোটিতে।
* রিলে মেরেডিথ মুম্বাই ইন্ডিয়ান্সে ১ কোটিতে।
* শেরফান রাদারফোর্ড রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে ১ কোটিতে।
* ডেভন কনওয়ে চেন্নাই সুপার কিংসে ১ কোটিতে।
* আজিঙ্কা রাহানে কলকাতা নাইট রাইডার্সে ১ কোটিতে।

ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি
* রোমারিও শেফার্ডকে সানরাইজার্স হায়দরাবাদ কিনেছে ৭ কোটি ৭৫ লাখ রুপিতে।
* দিপক হুদা লক্ষ্মৌ সুপার জায়ান্টসে ৫ কোটি ৭৫ লাখে।
* রাহুল চাহারকে পাঞ্জাব কিংস কিনেছে ৫ কোটি ২৫ লাখে।
* রভম্যান পাওয়েল দিল্লি ক্যাপিটালসে ২ কোটি ৮০ লাখে।
* নভদ্বীপ সাইনি রাজস্থান রয়্যালস ২ কোটি ৬০ লাখে।
* আলজেরি জোসেফকে গুজরাট টাইটান্স কিনেছে ২ কোটি ৪০ লাখে।
* শন অ্যাবট সানরাইজার্স হায়দরাবাদে ২ কোটি ৪০ লাখে।

* জয়দেব উনাদকাত মুম্বাই ইন্ডিয়ান্সে ১ কোটি ৩০ লাখে।
* ফ্যাবিয়েন অ্যালেন মুম্বাই ইন্ডিয়ান্সে ৭৫ লাখে।
* সিদ্ধার্থ কাউল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে ৭৫ লাখে।
* ড্যালেন মিচেল রাজস্থান রয়্যালসে ৭৫ লাখে।
* নাথান এলিস পাঞ্জাব কিংসে ৭৫ লাখে।

ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি
* খলিল আহমেদ দিল্লি ক্যাপিটালসে ৫ কোটি ২৫ লাখে।
* চেতন সাকারিয়া দিল্লি ক্যাপিটালস ৪ কোটি ২০ লাখে।
* মার্কো জানসেন সানরাইজার্স হায়দরাবাদে ৪ কোটি ২০ লাখে।
* শিভাম দুবে চেন্নাই সুপার কিংসে ৪ কোটিতে।
* দুশমন্ত চামিরা লক্ষ্মৌ সুপার জায়ান্টস ২ কোটিতে।
* করুন নায়ার রাজস্থান রয়্যালসে ১ কোটি ৪০ লাখে।
* মাহিশ থিকসেনা চেন্নাই সুপার কিংসে ৭০ লাখে।
* ভানুকা রাজাপাকসেকে পাঞ্জাব কিংস ৫০ লাখ রুপিতে।
*টিম শেইফার্ট দিল্লি ক্যাপিটালসে ৫০ লাখে।
* লুঙ্গি এনগিদি দিল্লি ক্যাপিটালসে ৫০ লাখে।

ভিত্তিমূল্য ৪০ লাখ রুপি
* রাহুল তেয়াতিয়াকে গুজরাট টাইটান্স কিনেছে ৯ কোটি রুপিতে।
* শাহরুখ খান পাঞ্জাব কিংসে ৯ কোটিতে।
* রাহুল ত্রিপাথি সানরাইজার্স হায়দরাবাদে ৮ কোটি ৫০ লাখে।
* টিম ডেভিডকে মুম্বাই ইন্ডিয়ান্স কিনেছে ৮ কোটি ২৫ লাখে।
* শিভাম মাভে কলকাতা নাইট রাইডার্সে ৭ কোটি ২৫ লাখে।
* বেনি হাওয়েল পাঞ্জাব কিংসে ৪০ লাখ রুপিতে।

ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি
* রিয়ান পরাগকে রাজস্থান রয়্যালস কিনেছে ৩ কোটি ৮০ লাখ রুপিতে।

ভিত্তিমূল্য ২০ লাখ রুপি
* আভেশ খানকে লক্ষ্মৌ সুপার জায়ান্টস কিনেছে ১০ কোটি রুপিতে।
* অভিষেক শর্মা সানরাইজার্স হায়দরাবাদে ৬ কোটি ৫০ লাখে।
* কার্তিক ত্যাগি সানরাইজার্স হায়দরাবাদে ৪ কোটিতে।
* হারপ্রিত ব্রার পাঞ্জাব কিংসে ৩ কোটি ৮০ লাখে।
*ইয়াশ দয়াল গুজরাট টাইটান্সে ৩ কোটি ২০ লাখে।
* সাই কিশোর গুজরাট টাইটান্সে ৩ কোটিতে।

* ভৈবভ অরোরাকে পাঞ্জাব কিংস কিনেছে ২ কোটি রুপিতে।
* রাজ বাউয়া পাঞ্জাব কিংসে ২ কোটিতে।
* ইয়াশ ধুল দিল্লি ক্যাপিটালসে ৫০ লাখে।
* অর্জুন টেন্ডুলকার মুম্বাই ইন্ডিয়ান্সে ৩০ লাখ রুপিতে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580