রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক আজকের সংবাদ পত্রিকার সংবাদ পড়তে এখন থেকে আমাদের নতুন ওয়েবসাইট www.dailyajkersangbad.com ভিজিট করুন। টাংগাইল বন বিভাগের দোখলা সদর বন বীটে সুফল প্রকল্পে হরিলুট আগ্রাবাদ ফরেস্ট কলোনী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মোজাম্মেল হক শাহ চৌধুরী ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন এর নির্মানাধীন অফিসের চলমান কাজ পরিদর্শন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে: শেখ সেলিম সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল ইকোট্যুরিজম কেন্দ্র চলছে সীমাহীন অনিয়ম এলজিইডির কুমিল্লা জেলা প্রকল্পের পিডি শরীফ হোসেনের অনিয়ম যুবলীগে পদ পেতে উপঢৌকন দিতে হবে না: পরশ নির্বাচন যুদ্ধক্ষেত্র নয়, পেশি শক্তির মানসিকতা পরিহার করতে হবে: সিইসি

‘আমলানির্ভরতায় করোনা মোকাবিলায় ব্যর্থ সরকার’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২১০ পাঠক পড়েছে

শুধু আমলাতন্ত্রের ওপরে নির্ভর করায় সরকার করোনা মোকাবিলায় ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘বর্তমান সরকার করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং সত্যিকার অর্থেই জনগণের জীবন-জীবিকাকে বিপন্ন করে ফেলেছে। আমরা প্রথম থেকে সরকারকে সতর্ক করেছিলাম যে, একটা জাতীয় কনভেনশন করে অথবা সমস্ত রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, সকল সামাজিক সংগঠন-এনজিও তাদের সমন্বয়ে একটা কমিটি গঠন করা হোক। প্রত্যেকটি লেভেলে যাতে জনগণকে সম্পৃক্ত করে এই সংক্রমণকে মোকাবিলা করা যায়।’

সোমবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের প্রয়াত সদস্য ফজলুর রহমান পটলের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

সভার পর পটলের সহধর্মিণী কামরুন্নাহার শিরিনসহ তার সন্তানদের তত্ত্বাবধানে নাটোরের লালপুর-বাগাতিপাড়ায় স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।

আলোচনা সভায় ফখরুল বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে, এই সরকার এটাকে কর্ণপাতই করেনি। তারা শুধু আমলাদের ওপর নির্ভর করে আজকে করোনা পরিস্থিতিকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এক কথায় বলা চলে যে, সম্পূর্ণ অব্যবস্থাপনা, একেবারে দলীয় সংকীর্ণতা, দলীয়করণ এবং দুর্নীতি আজকে সমস্ত ব্যবস্থাটাকে গ্রাস করে ফেলেছে।’

তিনি বলেন, ‘এই সরকার হচ্ছে যে, তোমরা যে যা বলো ভাই, আমার সোনার হরিণ চাই। অর্থাৎ তাদের টাকা চাই। আর সেই সঙ্গে যেটা দরকার হয় সেটা হলো তারা পিঠে কুলা দিয়েছে, যেখানে কোনো রকমের পরিস্থিতি তারা আঁচই করতে পারে না।

‘এই সরকার একদিকে যেমন করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, আরেক দিকে তারা মানুষের যে স্বাস্থ্যসেবা সেটিকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।’

‘লকডাউনের নামে তামাশা’

আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার লকডাউন দেন। কিসের লকডাউন কেউ বুঝতে পারি না আমরা। কখনও বলে লকডাউন, কখনও বলে সরকারি ছুটি, কখনও বলে কঠোর লকডাউন, কখনও বলে আরও কঠোর লকডাউন। এই যে একটা অবস্থা তৈরি করেছে- তামাশা। তাদের কাছে মানুষের জীবন-জীবিকা একটা তামাশা।’

তিনি বলেন, ‘এভাবে জনগণ এগুলো কখনও মেনে নিতে পারে না। যদিও একটা ভয়াবহ কর্তৃত্ববাদী শাসনের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে জনগণকে দমন করে রাখা হচ্ছে। এরপরেও জনগণ একদিন জেগে উঠবেই।’

‘রাজপথ ছাড়া বিকল্প নেই’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘যারা তরুণ আছেন, যুবক আছেন তাদের সামনে এগিয়ে আসতে হবে, তাদের সাহস নিয়ে রাজপথে আসতে হবে। রাজপথ ছাড়া কোনো বিকল্প নেই। সেই রাজপথে আসার জন্য শক্তি সঞ্চয় করে আমাদের সামনের দিকে এগোতে হবে।

‘আর নিজের মধ্যে দলাদলিটা একেবারে বন্ধ করুন, নিজেদের মধ্যে কোন্দলটা বন্ধ করতে হবে। ঐক্য সৃষ্টি করতে হবে। ঐক্য ছাড়া কোনো উপায় নেই। আমাদের সকলকে সঙ্গে নিয়ে একসাথে যেতে হবে। আমাদের বাম-ডান, দক্ষিণ-পশ্চিম সকলকে একসাথে করতে হবে এবং সকলকে একসাথে এই ভয়াবহ দানবীয় শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে।’

‘জাতীয় প্রবৃদ্ধি কমছে’

জাতীয় প্রবৃদ্ধি কমেছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘এই সরকার দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধবংস করে দিয়েছে। শুধু লুটপাট করা ছাড়া আর কোনো কিছুই তারা করেনি। আজকে আমরা পরিষ্কার দেখতে পারছি যে, জাতীয় প্রবৃদ্ধি-জিডিপি ক্রমশই নেমে গেছে। সরকার মিথ্যা কথা বলছে। তারা জোর করে জিডিপি বেশি দেখাতে চায়। অথচ প্রকৃত অবস্থা হচ্ছে জিডিপি কমছে, ব্যবসা-বাণিজ্য কমছে, আমদানি কমছে, উৎপাদন কমছে- সেদিকে তাদের কোনো লক্ষ্যই নেই।’

তিনি বলেন, ‘আজকে প্রায় দুই কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। কর্মহীন হয়ে পড়েছে মানুষ। আজকে যারা দিন আনে দিন খায়, রিকশা শ্রমিক, ভ্যানশ্রমিক, ক্ষেতমজুর এবং অপ্রাতিষ্ঠানিক যেসব প্রতিষ্ঠান আছে, হকার, যারা ছোট ছোট দোকান করেন তারা সম্পূর্ণভাবে বেকার হয়ে পড়েছে। ফলে এই মানুষগুলো না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় দিন পার করছে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ফজলুর রহমান পটলের মেয়ে ও বিএনপির মানবাধিকারবিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, ওবায়দুর রহমান চন্দন, নাটোরের আমিনুল হক, রহিম নেওয়াজ, লালপুরের ইয়াসীর আরশাদ রাজন, হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুরের নজরুল ইসলাম মোল্লা, বাগাতিপাড়ার জামাল হোসেন, মোশাররফ হোসেন ও হাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580