বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক আজকের সংবাদ পত্রিকার সংবাদ পড়তে এখন থেকে আমাদের নতুন ওয়েবসাইট www.dailyajkersangbad.com ভিজিট করুন। টাংগাইল বন বিভাগের দোখলা সদর বন বীটে সুফল প্রকল্পে হরিলুট আগ্রাবাদ ফরেস্ট কলোনী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মোজাম্মেল হক শাহ চৌধুরী ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন এর নির্মানাধীন অফিসের চলমান কাজ পরিদর্শন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে: শেখ সেলিম সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল ইকোট্যুরিজম কেন্দ্র চলছে সীমাহীন অনিয়ম এলজিইডির কুমিল্লা জেলা প্রকল্পের পিডি শরীফ হোসেনের অনিয়ম যুবলীগে পদ পেতে উপঢৌকন দিতে হবে না: পরশ নির্বাচন যুদ্ধক্ষেত্র নয়, পেশি শক্তির মানসিকতা পরিহার করতে হবে: সিইসি

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় ১৬ ইউপিতে আ.লীগের প্রার্থী ঘোষণা : দুই নারী পেল নৌকা

জাফর আলম, কক্সবাজার
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৫৪৭ পাঠক পড়েছে

আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান  প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। এবার চকরিয়া উপজেলা দুটি ইউনিয়নে প্রথম বারের মতো দুইজন নারীকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। এনিয়ে নারী ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। মঙ্গলবার ( ২৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এটি চূড়ান্ত করা হয়। সুত্রে জানা গেছে, সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তৃতীয় ধাপে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ১০ ইউপি ও পেকুয়া উপজেলার ৬ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৮ নভেম্বর এসব ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৪ অক্টোবর এসব ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

চকরিয়া উপজেলার ১০ টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- পূর্ব বড়ভেওলা ইউনিয়নে (শহীদ আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন নোবেলের সহধর্মিণী) ফারহানা আফরিন মুন্না, বদরখালী ইউনিয়নের নুর হোসেন আরিফ, ভেওলা মানিক চর ইউনিয়নে মো. শহীদুল ইসলাম, কৈয়ারবিল ইউনিয়নে জন্নাতুল বকেয়া, সাহারবিল ইউনিয়নে মহসিন বাবুল, পশ্চিম বড়ভেওলা ইউনিয়নে সিরাজুল ইসলাম চৌধুরী, ঢেমুসিয়া ইউনিয়নে এসএম মঈন উদ্দিন আহম্মেদ চৌধুরী, কোনাখালী ইউনিয়নে জাফর আলম সিদ্দিকী, লক্ষ্যাচর ইউনিয়নে মহি উদ্দীন মো. আওরঙ্গজেব, কাকারা ইউনিয়নে শওকত ওসমান এবং পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে আবুল কাশেম, উজানটিয়া ইউনিয়নে এম শহীদুল ইসলাম চৌধুরী, মগনামা ইউনিয়নে মো. নাজেম উদ্দীন, পেকুয়া সদর ইউনিয়নে জহিরুল ইসলাম, রাজাখালী ইউনিয়নে মো. নজরুল ইসলাম, শীলখালী ইউনিয়নে মো. কাজিউল ইনসান।

এবার চকরিয়া উপজেলা দুটি ইউনিয়নে প্রথম বারের মতো দুইজন নারীকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। এনিয়ে নারী ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। পূর্ব বড় ভেওলা ইউনিয়ন থেকে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ফারহানা আফরিন মুন্না বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন  বলে আমি কৃতজ্ঞ। জনগণ আমার পক্ষে রয়েছে। আল্লাহর রহমতে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। উন্নয়নের ধারা বজায় রাখতে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নৌকা প্রতীককে বিজয়ী করার অনুরোধ জানান। এছাড়া পূর্ব বড় ভেওলার ইউনিয়নের উন্নয়নে অসমাপ্ত কাজ সম্পন্ন করতে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হতে চান তিনি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580