বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক আজকের সংবাদ পত্রিকার সংবাদ পড়তে এখন থেকে আমাদের নতুন ওয়েবসাইট www.dailyajkersangbad.com ভিজিট করুন। টাংগাইল বন বিভাগের দোখলা সদর বন বীটে সুফল প্রকল্পে হরিলুট আগ্রাবাদ ফরেস্ট কলোনী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মোজাম্মেল হক শাহ চৌধুরী ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন এর নির্মানাধীন অফিসের চলমান কাজ পরিদর্শন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে: শেখ সেলিম সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল ইকোট্যুরিজম কেন্দ্র চলছে সীমাহীন অনিয়ম এলজিইডির কুমিল্লা জেলা প্রকল্পের পিডি শরীফ হোসেনের অনিয়ম যুবলীগে পদ পেতে উপঢৌকন দিতে হবে না: পরশ নির্বাচন যুদ্ধক্ষেত্র নয়, পেশি শক্তির মানসিকতা পরিহার করতে হবে: সিইসি

ডিএসই-সিএসই’র সূচক সর্বোচ্চ অবস্থানে পৌঁছে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৫২ পাঠক পড়েছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৬ আগস্ট) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র ইতিহাসে প্রথমবারের মতো ডিএসইএক্স সূচক ৬ হাজার ৭০০ পয়েন্টের নতুন মাইলফলক স্পর্শ করেছে। একইভাবে সিএসই’র সার্বিক সিএএসপিআই সূচক ইতিহাসে প্রথমবারের মতো ১৯ হাজার ৬০০ পয়েন্টের নতুন মাইলফলক স্পর্শ করেছে।

একইসঙ্গে এদিন টাকার পরিমাণেও লেনদেন বেড়েছে। ফলে ১১ বছরের মধ্যে ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়ে রেকর্ড গড়েছে। এদিন ডিএসই’র সূচকের সঙ্গেও বাজার মূলধনে ফের নতুন রেকর্ড গড়েছে। উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, সোমবার ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচকটি ৪৯.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৪৮.৯২ পয়েন্টে। সূচকটি অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। এর আগে গত বৃহস্পতিবার (১২ আগস্ট) ডিএসইএক্স সূচকটি ৭৬.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৯৯.৩৯ পয়েন্টে। তবে ঠিক পরের কার্যদিবস সোমবার সেই রেকর্ড ভেঙে ফের নতুন রেকর্ড গড়লো ডিএসইএক্স।

এর আগে গত ৯ আগস্ট ডিএসইএক্স সূচক ৩২.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬২৮.১৪ পয়েন্টে। তার আগে ৫ আগস্ট ডিএসইএক্স সূচক ৬০.২০ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ৬ হাজার ৫৯৬.০৭ পয়েন্টে, ৩ আগস্ট ডিএসইএক্স সূচকটি ৫৪.৩০ পয়েন্ট বেড়ে পৌঁছে ৬ হাজার ৫৩৫ পয়েন্টে এবং ২ আগস্ট ডিএসইএক্স সূচক ৬ হাজার ৪৮১ পয়েন্টে অবস্থান করে রেকর্ড গড়ে।

ডিএসইএক্স বর্তমান সূচকটি চালুর পর ২০১৭ সালের ২৬ নভেম্বর ৬ হাজার ৩৩৬ পয়েন্টে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল। পরে শেয়ারবাজারে দীর্ঘ মন্দার প্রভাবে সূচক আর এ অবস্থানে পৌঁছাতে পারেনি।

চলতি বছরের ৩০ মে ডিএসইএক্স সূচক বেড়ে ৬ হাজার পয়েন্ট অতিক্রম করে। সূচক এ অবস্থানে আসতে সময় লেগেছে ৩ বছর ৩ মাস। তারপর থেকে ডিএসইর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় একের পর এক নতুন রেকর্ড গড়েই চলেছে।

এদিন একইভাবে ডিএসই-৩০ সূচক ০.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪২৭.৬২ পয়েন্টে, যা ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান। এর আগে গত ৯ আগস্ট ডিএসই- ৩০ সূচক ২৯.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪২৭.৫৭ পয়েন্টে।

এদিকে, ডিএসইর শরিয়াহ সূচক ৯.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৮.৮৩ পয়েন্টে, যা ডিএসইর ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান। এর আগে গত ৯ আগস্ট শরিয়াহ সূচক ১৪.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৪৫৯.০৩ পয়েন্টে।

দিন শেষে ডিএসইতে ৩৭৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। ডিএসইতে এদিন ২ হাজার ৯৫৩ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৯২ কোটি টাকা বেশি। ফলে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়েছে ডিএসই। এর আগে গত ৯ আগস্ট ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ২০১০ সালের ৫ ডিসেম্বর ৩ হাজার ২৪৯ কোটি ৫৭ লাখ টাকার সর্বোচ্চ লেনদেন রেকর্ড রয়েছে ডিএসইতে।

সোমবার অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৭৫.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৭৭৭.৬০ পয়েন্টে। আর সার্বিক সিএএসপিআই সূচক ১৩৪.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৬৫০.১২ পয়েন্টে, যা সিএসইর ইতিহাসে সর্বোচ্চ অবস্থান।

এদিন, সিএসইতে ৩২০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। দিন শেষে সিএসইতে ১১৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১৭ কোটি টাকা বেশি।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580