এই বাংলার আলো ও বাতাসে
তুমি যেন আছো মিশে,
তুমি মিশে আছো ক্ষেতের ফসল
সোনালী ধানের শীষে।
তুমি মিশে আছো শিরায় শোণিতে
চেতনার বেদীমূলে,
তুমি মিশে আছো নদী ও বৃক্ষ
পাখি আর ফলে ফুলে!
পাহাড় গিরি ও ঝর্নাধারায়
তোমার ছবি যে আঁকা,
তুমি যেন বন ও বনস্পতির
উজ্জ্বল তরু শাখা।
তুমি ক্ষুদিরাম বাঘা যতীন ও
বিপ্লবী তিতুমীর,
তুমিই সুবাস,সি আর দাশ ও
বাঙ্গালির সেরা বীর।
যতদিন এই পৃথিবীর বুকে
বাঙ্গালিরা রবে টিকে,
তোমার কীর্তি ও গৌরব গাথা
কখনো হবেনা ফিকে।