বান্দরবানে শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় অ্যাডভোকেট সারাহ সুদিপা ইউনুছকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে শহরের বনরূপাপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বুধবার গৃহকর্মী নির্যাতনের অভিযোগে অ্যাডভোকেট সারাহ সুদিপা ইউনুছ এবং তার স্বামী অ্যাডভোকেট ফয়সাল আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই গৃহকর্মীর স্থানীয় অভিভাবক রওশন আকতার।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের বনরূপাপাড়ায় উকিল দম্পতির বাসায় কাজে থাকাকালীন গৃহকর্ত্রী সারা সুদীপা গৃহকর্মী জয়নাবকে মারধর ও নির্যাতন করতেন। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে ২০ জুলাই (মঙ্গলবার) সকালে শিশুটি তাদের বাসা থেকে পালিয়ে যায়। পরে সে তার স্থানীয় অভিভাবক রওশন আকতারকে নির্যাতনের বিষয়টি জানায়। এ ঘটনায় রওশন বাদী হয়ে অ্যাডভোকেট দম্পতিকে আসামি করে শিশু আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে হাটহাজারী সেফ হোমে পাঠানো হয়েছে।
বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার বলেন, শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় নারী আসামিকে আমরা গ্রেফতার করেছি। পলাতক থাকায় তার স্বামীকে গ্রেফতার করা যায়নি। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।