মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশের যে কোনো বিশেষায়িত সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। আগামী ২৬ মার্চের মধ্যে সকল মুক্তিযোদ্ধাকে পরিচয় পত্র প্রদান করা হবে। সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা উন্নীত করে ২০ হাজার করেছে। আমার চাই মুক্তিযোদ্ধারা একটা সম্মানজনক জীবন যাপন করতে পারে । মুক্তিযোদ্ধার দেশটা স্বাধীন করেছে বলেই আজকে এ দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, চারদলীয় জোট সরকার ছিলেন ধর্মের নাম নিয়ে ক্ষমতায় যায়, ধর্ম বিশ্বাস করে না ধর্ম কায়েম করতে চায় ওরা ধর্ম ব্যবসায়ী। সৎ লোকের শাসনের নামে সারা দেশে অন্যায় অত্যাচার, লুটপাট করেছে। যে কথা বলে সে কাজ করে না, ওরা মোনাফেক। উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার সীমা রাণী ধর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
টুঙ্গিপাড়া আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিকের সঞ্চালনায় আর বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পুলিশ সুপার মো.সাইদুর রহমান, ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, উপজেলা জেপির যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমুখ। মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।